Wednesday, November 4, 2015

মানুষ অথবা!

আজ সকালে খবরের কাগজের পাতা উল্টাতে গিয়ে একটা হেডিং-এ চোখ আটকালো। বিষয়টা হল গাড়ি দুর্ঘটনা এবং মারা গিয়েছে সাতজন। ধাক্কাটা লাগল এই জায়গাটায় এসে - মারা গেছে সাত তৃ্মূলকর্মী। বিষয়টা আন্তঃগোষ্ঠীদন্দ্ব ছিল না, ছিল না বিরোধীপক্ষের সঙ্গে লড়াই। তবু ওই সাত যুবক মরবার সময়ও শুধুমাত্র মানুষ, এই পরিচয়টুকু পেল না।

রাজনীতি কতটা মনুষ্য পরিচয় কেড়ে নেয়, এটাই মনে হচ্ছে বারবার।


সময়বিশেষে একই কাজ করে ধর্মও।

No comments:

Post a Comment