Thursday, October 6, 2016

আমাদিগের ভ্রমণবৃত্তান্ত

ঊনবিংশ শতকের মাঝামাঝি ভারতবর্ষে রেল চালু হল। তার আগে বাঙালি মেয়ে তীর্থে বেরোলেও তার কোনও লিখিত দলিল চোখে পড়ে না। এই শতকের সত্তরের দশকে এক বাঙালি মেয়ে বম্বাই' বেড়াতে গিয়ে লিখল তার ভ্রমণকাহিনি আমাদিগের ভ্রমণ বৃত্তান্ত'। লেখিকার নামের উল্লেখ ছিল না। তার আগেই অবশ্য ষাটের দশকে বামাবোধিনী'পত্রিকা প্রকাশের তিনমাসের মধ্যেই কবিতায় ভ্রমণকথা লিখেছিল বাঙালি মেয়ে রমাসুন্দরী।

একবিংশ শতকের শুরুতে মফঃস্বলের এক বাঙালি মেয়ে লিখতে শুরু করেছিল ভ্রমণকাহিনি। নিজের ভ্রমণকথা লিখতে লিখতে আর ভ্রমণ পত্রিকার সম্পাদনা করতে করতে তার মনে প্রশ্ন জাগে আমার আগে কারা লিখেছিল,কোথায় গেল সেইসব লেখা?

এর উত্তর খুঁজতে বিভিন্ন লাইব্রেরিতে,বইমেলায় এবং আরও নানা সম্ভাব্য, অসম্ভাব্য জায়গায় ঘুরতে ঘুরতে গড়ে ওঠে আর এক ভ্রমণকাহিনি আমাদিগের ভ্রমণবৃত্তান্ত'

উনিশ শতকের বাঙালি নারীর বাড়ির বাইরে এবং বহির্বিশ্বে পা রাখার কাহিনি উঠে আসে একুশ শতকের বাঙালি মেয়ের কথায় ও তাদের নিজের লেখা কাহিনি'তে।


এরই প্রথম পর্ব প্রকাশিত হ গাঙচিল' প্রকাশনা থেকে। অসংখ্য ধন্যবাদ অধীরদাকে।

3 comments: