আমার কথা


যা ইচ্ছে তাই - চাইলেই তো আর করা যায় না। অথচ মন চায় অনেকসময়। কেউ কেউ কখনো কখনো করেও ফেলে। না করলেও ইচ্ছেটুকু অন্তত থাক। ইচ্ছেই তো বদলে দেয় অনেককিছু ...



ইচ্ছেটা থাক কলম-খাতায়,
ইচ্ছেটা থাক হৃদয়ভরে।
ইচ্ছেটাই তো স্বপ্ন রচায়,
বাঁচিয়ে রাখে যাপনজুড়ে।
ইচ্ছেটা থাক শিরায় শিরায় -
ঘামে কিম্বা অশ্রুপাতে,
ইচ্ছেটা থাক অভিমানে

মুঠোখানেক প্রেম-পিরীতে।

4 comments:

  1. তোমার ইচ্ছে ডানা মেলে উড়ুক।

    ReplyDelete
  2. সুন্দর ছিমছাম পরিচ্ছন্ন ব্লগ । যা-ইচ্ছা তাই, কিন্তু 'যাচ্ছেতাই' বলতে রাজি নই ।শুভেচ্ছা থাকলো, এগিয়ে চলো ।

    ReplyDelete
  3. Phalgunidar shubhechchha o ashirbad kintu khub mulyoban. Dekho tomar blog pokshiraj ghorar moto dourabe to botei, proyojane urbeo.

    ReplyDelete
  4. আপনাদের দুজনের আশীর্বাদই আমার পাথেয় সুবীরদা, ফাল্গুনীদা।

    ReplyDelete