Monday, July 20, 2015

শিশু বলে কাকে?

শিশু কাকে বলে?
তোমার আমার ঘরে
দুধে-ভাতে বাড়ে যে
তাকে?

শিশু কাকে বলে?
হয়তোবা সবকিছু থেকেও
ভালোবাসাহীনতায়
গলায় দড়ি বাঁধে অথবা
ছাদ থেকে ঝাঁপ দেয় যে
তাকে?

শিশু কাকে বলে?
পথ থেকে খুঁটে খায়
ধুলো-বালি, বেড়ে ওঠে
আবর্জনার মতো খালি।
তাকে?

শিশু কাকে বলে?
কলকাতার ফুটপাত থেকে
আরবের আমীরের ঘরে
মানুষের শরীরের খিদে
মেটাতে মেটাতে যারা বাড়ে
তাকে?

শিশু কাকে বলে?
বন্দুক-বেয়নেট কাঁধে
হিংসার বুলি শেখে যারা
মানুষেরই কাছে -
তরোয়ালে কাটে
পুতুলের মাথা - মানুষ
কাটবে বলে ভবিষ্যতে
তাকে?

শিশু বলে কাকে?
আমরা জন্ম দিয়েছি
যাকে এই পৃথিবীতে -
আমরাই এনেছি তাকে
ইচ্ছা বা অনিচ্ছায়।
আমরাই শিখিয়েছি
তার মানুষ হওয়াকে!
তাকে।


No comments:

Post a Comment