Tuesday, July 14, 2015

এখনো সময় আছে

মানুষের বুকে মানুষই ছুরি বসায়।
গুলিতে ঝাঁঝরা করে দেয় হৃদয়।
ছুটে আসে আত্মঘাতী বোমা -
মুহূর্তে টুকরো হয়ে যায় কারও প্রিয়-প্রিয়তমা।
একে 'খুন' বলে অভিধানে।

দিনক্ষণ ঘোষণা করে হত্যা করে রাষ্ট্র -
এক মানুষেরই হাতে হারের মতো তুলে দেয়
অপরিচিত অন্য এক মানুষের গলার দড়ি
ঠান্ডা মাথায় নির্দেশ আসে হত্যা করার
এর নাম 'মৃত্যুদণ্ড' অথবা 'বিচার'!

ধর্মের নাম নিয়ে মানুষ
মানুষেরই কোপায় দেহ
ধর্ষণের পরেও বাঁচতে দেয়না জননীকে
জ্বালিয়ে দেয় ভালোবাসা-স্নেহ
এর নাম লেখো 'সন্ত্রাস'

রাষ্ট্র আপন ঠান্ডা ঘরে বসে
অন্যের উঠোনে বোমা ফেলার ছক কষে।
যারা যুদ্ধ বলে কোনো শব্দকেও চিনত না
সেইসব শিশুদের লাস ফ্রিজারে কঠিন হয়ে জমে।
তবু জেনে রেখো এরই নাম 'শান্তির প্রয়াস'

এরপরও প্রার্থনা করি,
ভালোবাসা বিশ্বাসেরে করজোড়ে -
যদি পারো ক্ষমা করো মানুষেরে।
ওরা তো জেনেশুনেও আজ
নিজেরই কবর খোঁড়ে।

আর রক্তাক্ত দুহাত তুলে মানুষেরে বলি,
এখনো সময় আছে
যদি পারো -
আগামী শিশুর জন্য
এক নন্দিত পৃথিবী গড়ো।

No comments:

Post a Comment