Monday, July 20, 2015

তোমাকে চাই

হৃদয়কে শাসন করিনি কখনো -
চাঁদের বায়না ধরলেও
পেড়ে এনেছি আকাশ থেকে।
অথবা আলতাজবা -
যেমন চেয়েছিল সদাগরের ছোট কন্যা।
সাত সমুদ্দুর তের নদী পেরিয়ে
এনে দিযেছি সাত রাজার ধন এক মানিকও।
অথচ কিছুতেই শান্ত হয়না -
একেবারে ছেলেমানুষের মতো আবদার করে দিনরাত্তির -
মাথা ধরিয়ে দেয় আমার।
কত কিছু তো দিলাম ওকে -
সুখ, শান্তি, সোহাগ, ভালোবাসা, বিচ্ছেদ, অভিমান, প্রেম, বিরহ...।
সব কেবল হাত উপুড় করে ফেলে দেয় আর বলে -
চাই না, চাই না, চাই না -
তারপর ঠোঁট ফুলিয়ে কান্না,
'শুধু তোমাকে চাই'

কোথা থেকে দিই বলতো?

No comments:

Post a Comment