Wednesday, July 29, 2015

ঝড়ের নাম কেন মানুষেরই নাম হয়ে থাকে

অনেক বয়স জমেছে শরীরের ভাঁজে
চোখের পাতায়, চিবুকে।
চলে তো যেতেই হবে একদিন -
যাবও।
তার আগে পৃথিবীর এই
সুন্দর শ্মশানে তোমার ওষ্ঠে
কিছু প্রিয় দাগ রেখে যাব।
আমিও যাব একদিন -
চলে যাব আকাশ, নদী, পাহাড়
আর জলপ্রপাতের ডাকে।
যেখান থেকে ফিরে আর আসে না কেউ।
সেদিন জানবে তুমি -
ঝড়ের নাম কেন মানুষেরই নাম হয়ে থাকে।

4 comments:

  1. মন্দ নয়, ভালোইতো লাগলো।

    ReplyDelete
  2. ধন্যবাদ সুবীরদা। আপনিই আমার একমাত্র সরব পাঠক।

    ReplyDelete
  3. eta ..eta....eta khub valo legechhe amar...aapnake saamne pele barbar ei kobita ta porte boltam aar shuntam....

    ReplyDelete
  4. চিন্তা নেই, আমিও না ঘাবড়ে বার বার পড়ে শোনাতাম। ঠিক পাঠক পাওয়া কি চাট্টিখানি কথা?

    ReplyDelete