Tuesday, July 21, 2015

ইচ্ছেরা

ইচ্ছেরা মাঝে মাঝে ঘুড়ির মতো হয়।
উড়ল উড়ল উড়ল...
ওই যাহ্‌, লাগল গিয়ে গাছের মগডালে।
ফের টান, টান, টান...
ছিঁড়ল কি? না বাব্বা
এবারের মতো বেঁচে গেছি।
খুব সাবধানে তোল...
ওইরে গোঁত্তা খেল বুঝি...
সবুজ ঘুড়িটা বড্ড কাছে কিন্তু
কাটবি না সরিয়ে নিবি?
হুস...স...স...স...কেটেছে কেটেছে...
আমাদের ঘুড়িটা আহ্‌,
এবারে আর কেউ কাটতে পারবে না।
ওই রে জেঠামশাই আসছে...
শিগগির নামা নামা নামা...
পালা পালা পালা...
আর দেখতে হবে না সর্বনাশ হয়ে যাবে...।

অথচ জেঠামশাইয়েরও একটা ঘুড়িওলা ছোটবেলা ছিল বৈকী -
কোনো কোনোদিন বকুনির ফাঁকে সেইসব ইচ্ছেগুলোও দীর্ঘশ্বাস ফেলে...।

No comments:

Post a Comment