Wednesday, July 29, 2015

সম্পর্ক

মানুষে মানুষে সম্পর্ক অনেকটা চৌরাশিয়ার বাঁশির মতো। যার সঙ্গে যে সুরে বাজে যখন। বাস্তবে কিন্তু মানুষ সম্পর্ককে হয় আছে বলে গায়ে মেখে থাকতে চায়, নয় নেই বলে ছুঁড়ে ফেলে দিতে চায়। অথচ একেকটা সম্পর্কে কখনো ভেসে থাকা যায়, কখনোবা ডুবে যাওয়া যায়...। এভাবেই সম্পর্কেরা ছুঁয়ে না ছুঁয়েও বেঁচে থাকতে পারে। শুধু যদি মানুষ সেই বিশ্বাসটা রাখে পরস্পরের প্রতি। অনেকটা সেই অবন ঠাকুরের মনের সবুজ খাতার মতো। আসলে কেউ হারায় না।

সম্পর্ক মানে ছুঁয়ে না ছুঁয়ে বাঁচা।
হিসেবের কড়ি না গুনেই।
হয়তোবা জমা-খরচ মিলবে না কিছুই।
হয়তোবা সবটাই খরচ -
জমার খাতায় নিরেট একটা শূন্য।
তাতেই বা কী যায় আসে?
এতো আর ব্যাঙ্ক ব্যালেন্স নয় যে
না থাকলে সর্বনাশ।
এতো থাকা বা না থাকা দুটোই সর্বনাশ,
অথবা নতুন করে বিপদের কোনো আশঙ্কাই নেই আর।
আর এইসব না ভেবে কাটালে আরো ভালো -
কারণ ভাবতে গেলে জীবনটাই কখন যাবে ফুরিয়ে,
তখন এমনিও শূন্য ছাড়া উভয়পক্ষের আর কীই বা থাকবে হাতে?

2 comments:

  1. Din din ato pessimist hoe gele cholbe? Ei samaj, ei samaj darodider nie aro kato bachhor bnachte habe ke bolte pare?

    ReplyDelete
  2. আসলে যখন যেমনভাবে কবিতারা আসে। আমার কবিতা চিরকালই একটু মনখারাপ ছোঁয়া।

    ReplyDelete