Friday, July 24, 2015

বর্ষা (২)

আমি যখন চাইছি ভীষণ ঝড় হোক -
হোক তো দেখি তুমুল এবং তোলপাড়।
তখন কেবল মৃদু হাওয়া বুলিয়ে যায় 
চোখের ওপর, মুখের ওপর কোমল হাত।
আমি যখন চাইছি ভীষণ বৃষ্টি হোক -
ভাসুক নদী-সাগর এবার বন্যাতে
তখন শুধু বৃষ্টি ছিটে হাতের পর
মেঘ কেটে যায় মেঘ ভেসে যায় দিগন্তে।

বর্ষা তোকে চাইতে গেলেই হোস উধাও!
করবি দেখা অন্য দিন ফের কোথাও?

No comments:

Post a Comment