Thursday, October 6, 2016

ভাবছিলাম...

রাষ্ট্র, সাম্প্রদায়িকতা, যুদ্ধ এসব যেমন সমাজে শ্রেণী ব্যবস্থাকে ইন্ধন দেয় তেমনই দেয় বিপ্লব। কোনও সফল বিপ্লবের পর যখন রাষ্ট্রযন্ত্রের হাতবদল হয় তখন যা হতে থাকে তা ইতিহাসের পুনরাবৃত্তি। অতএব আবারও হাত বদল। আসলে ক্লাসলেস সোসাইটি হলে এর কোনটাই বাঁচে না, এমন কী বিপ্লবও।


একমাত্র এর বিকল্প মানুষে মানুষে ভালোবাসা এবং সকলের জন্য শিক্ষা। এই বিষয়গুলিই এড়িয়ে যায় যে কোনও রাষ্ট্রযন্ত্র। তারা ইন্ধন দেয় সাম্প্রদায়িকতা, যুদ্ধ অথবা বিপ্লবে।

No comments:

Post a Comment