Tuesday, November 17, 2015

তোমার ছেলের হাতে বিষের নাড়ুর মতো বোমা

আমি তো দেখতে পাচ্ছি পৃথিবী জুড়ে শুধু মানুষের লাস জমছে। কিছুদিন পরে আর হাঁটা যাবে না। হয় লাস হতে হবে, নাহয় বন্দুক। আর তা নাহলে প্রতিমুহূর্তে হোঁচট খেতে হবে মৃতদেহের ভিড়ে।

ফ্রান্স-আমেরিকার মত দেশগুলির গায়ে একটা ঢিল লাগলেও বিশ্বজুড়ে চিৎকার শোনা যাবে। আর আমাদের তৃতীয় বিশ্বের দেশের মানুষগুলো মানুষ নয়, তাই আমাদের মৃত্যুতে বদলায় না কোথাও রঙ।

জঙ্গীদমনের নামে মুড়ির মোয়ার মতো বোমা পড়তেই পারে আমাদের মাথায়। ক'টা মানুষ মরল গুণতে আসবে না কেউ।

সন্ত্রাসকে সন্ত্রাস বলব আর বিপরীত সন্ত্রাসকে ন্যায়। এভাবেই চিরকাল ইতিহাসে অন্যায় আর ন্যায় তথা সন্ত্রাস আর বিপরীত সন্ত্রাস ঘটে এসেছে। আগামী দিনেও তাইই ঘটবে। কুরুক্ষেত্রে পাঁচ পান্ডবেরা চিরকাল ন্যায়ের জন্য একশ কৌরবকে ধ্বংস করবে। আর শ্রী কৃষ্ণ তথা সাম্রাজ্যবাদ একেই ধর্মযুদ্ধ আখ্যা দেবেন। এভাবেই ধর্ম এবং ন্যায় বেঁচে থাকবে এই পৃথিবীতে!


অন্তিমে সেই দিন আসছে যেদিন আমরা নিজেরাই পরস্পর মুষলযুদ্ধ করে যদুবংশ ধ্বংশ করব আর শ্রীকৃষ্ণ ইহাই আমাদের ভবিতব্য বলে দেহত্যাগ থুড়ি পলায়ন করবেন।

No comments:

Post a Comment