Monday, November 16, 2015

ফিরে আসা

একদিন সে আমার কাছে ফিরে আসবে,
ফিরে আসবে ঠিক বন্ধু হয়েই।
তেমন করেই হাত ধরবে,
যেমন করে হাত ধরা যেত ছেলেবেলার নিশ্চিন্তে।
চিঠির ভাঁজে বলে ফেলা যেত
ভীষণ অপ্রয়োজনীয় গোপন কথাগুলো।
চোখের তারায় ফুটে উঠত ভালোবাসা আর বিশ্বাস।
ঠিক তেমনি ভাবেই একদিন ফিরে আসবে সে,
যেমন ভাবে চলে যায়নি আজও।

2 comments:

  1. ভালোই লিখেছ।

    ReplyDelete
  2. আপনার ভালোলাগলে আমিও খুশি হই খুব।

    ReplyDelete