Sunday, November 22, 2015

প্রস্থান

প্রতিদিন মানুষের লোভ বিবর্ণ করে আমায়।
হিংস্র কামনা নিঃশব্দে ক্ষয় করে শরীর।
যেন ভুল করে এ পৃথিবীতে আসা,
যেন ভুল করে অমল বিশ্বাসে
মানুষের হাতে হাত রাখা।

সব ভুল? এইসব, সমস্ত বিশ্বাস?
যেন সত্য, আলো, ভালোবাসা, পবিত্রতা
বলে কোনো শব্দের জন্ম হয়নি কোথাও।
আমাদের অজাত সন্তান অথবা হত শিশুদের মতো?

সময়ের সাথে ক্রমশঃ মুছে যাচ্ছি পৃথিবীর থেকে।
যেন এ ভূবন আমার ছিল না কখনও।


No comments:

Post a Comment