Sunday, November 29, 2015

পিছুডাক

কাউকেই আর কিচ্ছু বলার নেই।
কবিতা, তোমার সঙ্গেও এখন আড়ির বেলা।
কথা বন্ধ বৃষ্টি আর রোদ্দুরের সাথে।
ভোরের আকাশ এসে আজ বলে গেছে,
সেও আর আসবে না আমার উঠোনে।
যদি বেরিয়েই পড়ি তবে পৃথিবীর পথে

কেউ আর পিছু ডাকবে না?

3 comments:

  1. কেউ আমায় পিছু ডেকো না, কথা কটা জোর গলায় বলতে গিয়েও শেষটায় গলা কেঁপে গেল, আর বেরিয়ে এলো এই অনুচ্চারিত প্রশ্ন খানা?

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. উত্তর দিলাম না, ঠিক উত্তর নেই আসলে।

    ReplyDelete