একটা সময়
‘ভ্রমণ’ পত্রিকার কাছাকাছি নামে বিস্তর বেড়ানোর পত্রিকা বাজারে এসেছিল এবং উঠেও
গেছে, কিন্তু অন্য কিছু বেড়ানোর পত্রিকা স্বনামে প্রতিষ্ঠিত হয়েছে। আসলে প্রচার
পাওয়ার জন্য বোধহয় পরিচিত নামের থেকেও কাজের প্রতি আন্তরিকতা জরুরি। মানুষ ভুল
একবার করবে, ভুল করেই ‘কৃত্তিবাস’ ভেবে সমনামের অন্য পত্রিকা কিনবে। কিন্তু তার
মান যদি ঠিক না হয়, দ্বিতীয়বার আর ভুল করবে না। এমন কী এভাবে অনিয়মিতভাবে প্রকাশিত
কৃত্তিবাস পত্রিকাটির বিক্রি, সুনাম বা ঐতিহ্যে কোনো ছায়াও পড়বে না। নামী প্রকাশক বিজেশ বাবুর নিজের কবিতা পত্রিকাটি
চলেনি। বিজেশ বাবুকে আমি ব্যক্তিগতভাবে চিনি, কাজেই কতটা তিনি ব্যবসায়ে আগ্রহী আর
কতটা সততায়, আমার সন্দেহ আছে। কিন্তু এরমধ্যে ব্রাত্য বসু জড়িয়ে কবিতার গায়ে কেমন
যেন রাজনীতি রাজনীতি গন্ধ লাগছে! যদিও উনি
নিজেই বলেছেন বলে পড়লাম যে উনি পুরোনো-নতুন সবেতেই আছেন, সেটাই আরও সন্দেহজনক।
সবাইকে সন্তুষ্ট রাখতে চাইলেই কেমন যেন ভোট ভোট মনে হয়।
হায়
কবিতা!
No comments:
Post a Comment