Tuesday, November 17, 2015

মানুষ হয়ে ওঠা

আমি বারবার পরিচয়হীন মানুষ হব।

বারবার মানুষের দিকে
মানুষেরই হাত বাড়াব।

ঈশ্বর, আল্লা বা গড নামধারী
যদি আদৌ কেউ থাকে -
মানুষের মধ্যেই আছে,
অথবা কোথাও নেই।

লোভ, ঘৃণা, ক্ষমতার নীল মায়া
অথবা সাম্রাজ্যবাদের রক্তচক্ষু,
সেও রয়েছে মানুষেরই মাঝে।

মানুষ এবং প্রকৃতি ছাড়া
আর কিছু নেই এ পৃথিবীতে।

প্রকৃতি এবং প্রকৃতিজাত জীবনে
এসব কিছুই নেই, বাস্তুতন্ত্রের
নিরপেক্ষ ভারসাম্য ছাড়া।

ভারসাম্যহীন মানুষ শুধু
কুঠার হানে পরস্পরের প্রতি
আর নির্মাণ করে অশরীরী
অলীক হৃদয়হীন দেবতা।
যে বদলে দেয় মানুষের
নাম এবং পরিচয় -
লোভ এবং ঘৃণার শিরোনামে।

আমি মানুষ হব,
প্রকৃতির অন্য কোনো জীবন নয়।
বারবার মানুষই হব -
যে মানুষ এখনও
ভালোবাসতে ভুলে যায়নি,
ভুলে যায়নি অশ্রু ফেলতে
অথবা গর্জে উঠতে প্রতিবাদে।

আমি সেই পরিচয়হীন মানুষ হব।

আমি বারবার মানুষ হব এই পৃথিবীতে।

No comments:

Post a Comment