Friday, November 20, 2015

কথোপকথন


-         আজ সারাদিন কথা বলোনি যে?

-         জানো না, সব কথা ফুরিয়ে যায় একদিন,
     অথবা, থেমে যায় অকস্মাৎ মৃত্যুর মতো?

-         তাই নাকি? সব কথা! তারপর?

-         না কথারা ভিড় করে মনে ও মগজে।
     মিলেমিশে কবিতার আর্ত কন্ঠস্বর।

-         এই শেষ? আর কিছু বাকি? আমাদের মাঝে?

-         ভেবে নাও তবে, অনন্ত কথোপকথনে   
     বয়ে যাবে নৈঃশব্দের নদী।

No comments:

Post a Comment