Friday, November 20, 2015

ক্রুশবিদ্ধ

প্রতিদিন মানুষের মৃত্যু বড় পীড়া দেয়,
বুকে বাজে না ভালোবাসা।
ক্ষমাহীন পাপ জমে শরীরের ভাঁজে।
তুমি আমি সকলেই দায়ী, অথচ
ক্রুশবিদ্ধ হয় অন্য কারা।

No comments:

Post a Comment