Sunday, November 29, 2015

ঋণ

কিছুটা ঋণ থাক
তোমার কাছে।
এই ধূসর পৃথিবীতে
যদি কিছু নাও থাকে
আমাদের মাঝে
একমুঠো ঋণ থাক।
আর সব হারালেও
ঋণ তবু সুদে বাড়ে -

আজীবন ঋণী থাকতে চাই।

2 comments:

  1. রাজি আছি ধার দিতে
    শাইলক শর্তে, যদি শোধ দিতে 'ভারী ব'য়ে যায়'
    শুধু বলে দাও যদি, কী-রূপে পরস্পরে ঋণী থাকা যায়!

    ReplyDelete
  2. যায় যায়, সে তো অমনি যায় গো। সে কী আর বলে কয়ে যায়?

    ReplyDelete