মানবিকতা মানুষেরই ধর্ম,
আমরা অনায়াসে হত্যা করতে পারি।
খিদে না পেলেও ছিন্নভিন্ন করি মনুষ্য শরীর
এবং তারপরেও তাকে চিবিয়ে খাই না।
অতএব আমরা কিছুতেই পশুত্বের তকমা পেতে
পারি না।
আমরা সততই মানুষ এবং মানবিকতাই অর্থাৎ
লোভ, ঘৃণা, পরস্পরকে হত্যা আমাদেরই মানবধর্ম।
No comments:
Post a Comment