Thursday, November 12, 2015

স্পর্শ

তোর ঠোঁটের ওপর একটা আঙুল রাখতে দিবি?
তোর টেবিলের শূন্য খাতায় একটা আঁচড় কাটতে দিবি?
একটা আঙুল ছুঁয়ে দিয়েই, দু’একটা দাগ রেখে
চলে যাব, ঠিক দেখে নিস, চলেই যাব দেখে।

No comments:

Post a Comment