Sunday, November 29, 2015

পরিণত!

স্মৃতি মুছে মুছে বড় হতে থাকি -
ভাঙতে ভাঙতে দেখে নিই
ঝিনুকে মুক্তো ছিল কতখানি,
কতখানি শাঁস আছে বাকি।

2 comments:

  1. স্মৃতিরা ক্ষমা কোরো, ধুলো ভেবে মুছে মুছে গেছি, তবু খোল ভেঙ্গে ভেঙ্গে খুঁজি মুক্তো; কি করে ভুলেছি বিলকুল, ধুলি-কণা বিনে মুক্তো পাবো না একরত্তি!

    এটা মতামত নয়, রীতিমতো ডুয়েল (পাগলা জগাই ভর করেছে)

    ReplyDelete
  2. বাহ্‌, খোকা, বেশ বেশ।

    ReplyDelete