Monday, November 16, 2015

তুলনা

কথা বলা আর না বলার মধ্যে কতটা ফাঁক আর কতটা শূন্যতা থাকে?

পাহাড় আর সমুদ্রের মতন
?
অথচ সমুদ্রের গা বেয়ে তো অনেক পাহাড় জেগে ওঠে,
পাহাড় থেকে নদী হাসতে হাসতে নাচতে নাচতে
পৌঁছে যায় ঠিক একদিন সমুদ্রের বুকে।

মাটি আর আকাশের মতো?
সেখানেও তো দিগন্তে লিখে রেখে আসে গোপন কথা তাদের।

পাতা আর শেকড়ের মতন কি?
কোনোদিন দেখা হয়না যদিও,
গভীরে বেঁচে থাকে একে অপরের বাতাস আর রসে।

তাহলে, প্রকৃতি আর মানুষের মতো -
প্রকৃতি বিমূখ হলে অস্তিত্ব সংকট জেনেও
মানুষ শুধুই তাকে ধ্বংস করে।
নির্বাক প্রকৃতি নীরবে মরতে মরতে
ভাবে, এ যে নিজের মরণ ডাকে, তাও বোঝে না...!

কেবল নৈশব্দঃ আর শূন্যতা মানুষের মাঝখানে হাহাকার করে।

2 comments: