প্রথমেই
বলে রাখি রাজনীতি বিষয়ে এবং বিশ্ব রাজনীতির ব্যাপারে আমি খুব কম জানি। আমি অনেকটাই
লিখি যা অনুভব দিয়ে বুঝি। গতকাল আমার এক বন্ধুর ফেসবুক প্রোফাইলে তার একটি পোস্টের
বিরুদ্ধে একজন ‘মুসলমানের দালাল’ বলে কটূক্তি করেছে। আমার মনে হয় সোশাল মিডিয়ার মত
জায়গায় এই ধরণের কথাবার্তা খুবই অশালীন মানসিকতার পরিচয়। এতেই বোঝা যায় যে
সাম্রাজ্যবাদ কতটা মগজ ধোলাই করতে পারে মানুষের। সন্ত্রাসের সঙ্গে ধর্মের সে অর্থে
কোনো যোগাযোগই নেই। ধর্ম বা জাত, রঙ-এর বিভেদ একেক জায়গায় সন্ত্রাস প্রকাশের
মাধ্যম মাত্র। মূলতঃ সন্ত্রাস জড়িয়ে আছে সাম্রাজ্যবাদের সঙ্গে। সাম্রাজ্যবাদেরই
আরেক মুখ হল সন্ত্রাস। মূলতঃ যে দেশগুলির মানুষের মধ্যে সন্ত্রাস জিইয়ে রাখলে
বাজার দখল করা যাবে সেখানেই ধর্ম, জাত এসবের বিচার উঠে আসে। মুসলিম দেশ বলে নয়
ইরাক এবং ইরান তেলের বাজার দখলের জন্য সন্ত্রাসের শিকার। ভারতবর্ষের মতো দেশেও যে
টাকা সেনাবাহিনীকে পুষতে, সন্ত্রাস দমন করতে খরচ হয়, সেই টাকা দেশের উন্নয়নে খরচ
হলে দেশের চেহারাই পালটে যেত। কিন্তু ভারত-পাকিস্তানের মত দেশগুলি যদি নিজেদের
উন্নয়নে মন দেয় তাহলে তাদের বাজার দখল হবে কী করে? কী করে বিক্রি বাড়বে পশ্চিমী
দেশগুলি, মূলতঃ আমেরিকার অস্ত্র শিল্পে?
এশিয়া, আফ্রিকার বিভিন্ন অংশে প্রতিদিন শ’য়ে শ’য়ে মানুষ এই সাম্রাজ্যবাদ তথা সন্ত্রাসের শিকার হয়। কিন্তু সেসব নিত্য ঘটনা শিরোনামে আসে কচিৎ কদাচিৎ। আর তাই যখন বুমেরাং হয়ে পশ্চিমী কোনো উন্নত দেশের গায়ে লাগে তখন তা হইচইয়ে পরিণত হয়। আমরা ভুলে যাই, সব জায়গাতেই মারা যায় রক্ত মাংসের মানুষ, এবং অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ মানুষ, তার বাইরের পরিচয় যাই হোক না কেন। এই হিন্দু-মুসলিম, ইহুদী-খ্রিস্টান, সাদা-কালো বিভেদ তৈরি করে ও জিইয়ে রাখে সাম্রাজ্যবাদ তার নিজের বাজার দখলের স্বার্থেই। আর বোকা মানুষের মগজ ধোলাই করে। আর আমরা তাই নিজেদের মধ্যে অকারণে মারামারি করে মরি। ওরা উপভোগ করে আর মাঝে মাঝে শান্তির বুলি আওড়ায়।
তাই সন্ত্রাসের কোনো ধর্ম নেই একথা একেবারেই সত্যি। সন্ত্রাস বেঁচে থাকে সাম্রাজ্যবাদের হাত ধরেই।
No comments:
Post a Comment