Sunday, November 29, 2015

অপেক্ষা

কবিতারা বসে আছে উঠোনের ঘাসে।
কবিতারা একাকী উপবাসে আছে।
কবিতারা কথা বলে না জানালার কাছে,
হাত আর বাড়ায় না আকাশে।
কবিতারা বসে আছে, 
বসে আছে একা -
উঠোনের ঘাসে।

No comments:

Post a Comment