Tuesday, December 22, 2015

এমন কেন সত্যি হল না আহা!

গতকাল বাড়িতে তিনজনে মিলে কী যেন সব আলোচনা করছিলাম, তারমধ্যে ভারতভাগও একটা বিষয় ছিল। তার থেকে একটা কথা মাথায় ঘুরছে, যেটা মেয়েকে বলছিল তার বাবা – ভারত যদি ভাগ না হত তাহলে পৃথিবীর মধ্যে একটা অন্যতম শক্তিশালী রাষ্ট্র হত। প্রতিবেশীদের মধ্যে বড় শক্তি বলতে এক চিনের সঙ্গে সদ্‌ভাব রাখলেই চলত। ভারত এবং পাকিস্তানের একটা বিরাট অর্থ অপচয় হয় পরস্পরের বিরুদ্ধে প্রতিরক্ষায়। সেই টাকায় দেশের অনেক উন্নতি হতে পারত। তারপর থেকে কেবলই ভেবে যাচ্ছি, এমন কেন সত্যি হল না আহা!

তাহলে এই যে হিন্দু মৌলবাদীরা মুসলিম বিরোধী এবং মুসলিম মৌলবাদীরা হিন্দু বিরোধী সন্ত্রাস ছড়াচ্ছে তার বদলে কেমন শান্তিতে থাকা যেত। মানুষকে মানুষ বলে, ভাইকে ভাই বলেই মনে করতে পারত।

অথচ, এমনটা কখনই হতে দিত না পশ্চিমী সভ্যতা। এত বড় একটা শক্তিকে কিছুতেই বিভেদ শূন্যভাবে বাঁচতে দিত না। এত বড় একটা বাজার কিছুতেই হাতছাড়া করত না।

আর আমরা তো অন্ধ হয়ে থাকতেই ভালোবাসি আর নিজেদের দোষ ধরে মারামারি করতে। ভাবি কবে মূষলপর্ব শুরু হবে?


অথচ এখনও আমরা পারি কিন্তু, আমরাই পারি, নিজেদের শুধু মানুষ ভাবতে।

No comments:

Post a Comment