Sunday, December 27, 2015

টুকরো ভাবনা

তেরো পার্বণ

দর্শনার্থীদের বলছি, আপনারা রাস্তার মাঝখানে ভিড় করবেন না, একে একে দেখুন, সকলকে দেখার সুযোগ দিন। বাচ্চাদের হাত ছাড়বেন না, ভিড়ের মধ্যে হারিয়ে যেতে পারে।
নাহ্‌, কলকাতার কোনো নামী দুর্গাপুজোর মণ্ডপ নয়, যিশুর জন্মদিনে পার্কস্ট্রিটের রাস্তায় ঘোষণা।

কতরকম ফ্রি আছে

আসলের থেকে ‘ফ্রি’-এর কদর চিরকাল বেশি। সে একটা কাচের বাটি হোক কী প্লাস্টিকের প্লেট। রাস্তায় হঠাৎ চোখ পড়ল একটা মেগা ক্যাবের দিকে – লেখা রয়েছে, প্রত্যেক রাইডের সঙ্গে ৫ কিমি ফ্রি।
এটা বোধহয় চলতে চলতে পাওয়া...।


ব্রিগেডে মিটিং হবে!

বাইরে এখন হাজার হাজার লাল পতাকা – বাড়ি থেকে বেরিয়ে লেকটাউনের মোড় পর্যন্ত পৌঁছাতেই অনেকদিন পর এটা চোখে পড়ল। কয়েকদিন ধরে সুমনের গানের কয়েকটা লাইন খালি মাথায় ঘুরছে – ব্রিগেডে মিটিং শেষ ফুরোয় না সংকট...কী করে বাঁচবে লোকে কেউ যদি বলে দিত...

কেউ যদি বলে দিত...

কেউ যদি বলে দিত...

পতাকার রঙ শুধু বদলে যায়। বদলায় না মানুষের সংকট।

ওদিকে সুমন গেয়ে যান – তুমি গান গাইলে, কিছুই হলনা, যা ছিল আগের মতো রয়ে গেল...


তবু গাইলেন, থেমে গেলেন না, গান তো গাইতেই হয়, গেয়ে যেতে হয় কাউকে না কাউকে চিরকাল...।

No comments:

Post a Comment