Friday, December 4, 2015

আজও মনে পড়ে

চলে যাব আজ
এক ছুট্টেই
তোমার কাছে।

তোমার কাছে?

এই সকালে
ভোরের আলোয়
ডাক এসেছে।

অনেক বছর
পেরিয়ে তোমার
কোলের কাছে
ডাক এসেছে।

পড়ার বই
ইস্কুল মাঠ,
পরীক্ষা আর
পুরোনো পাঠ
ঝগড়া কী ভাব –
কতদিন আগে...
ভুলে গেছি সব।

মনে পড়ে যায়
আজ সক্কালে?

আজ সক্কালে
তোমার অভাব
মনে পড়ে যায়।

মনে পড়ে যায়
সিল্কের শাড়ি
ডানহাতে ঘড়ি
হিলতোলা জুতো
আওয়াজ ভারি।

আধুনিকা তুমি
আমরা তখন
বিস্মিত চোখের
নেহাত কিশোরী
মফঃস্বলের।

চুপ চুপ সব।
বিজ্ঞান ক্লাস
বইখাতা সারি
বুক ঢিবঢিব
পারি কী না পারি।
বকুনি আর
বুঝে নেওয়া পড়া
ব্ল্যাকবোর্ড জুড়ে
ছবি আঁকা সারা।

শিক্ষক দিন
ফুল আর হাসি
মনে মনে বলা
ভালো যে বাসি।

তোমার কাছে
বকুনির ভয়
অথচ তোমাকে
ঘিরেই তবু
কলরব হয়।

প্রতিবাদ হয়
হলে অন্যায়
তোমার সঙ্গে।
কিশোরী হৃদয়ে
কলরব হয়।

বহুকাল আগে
‘হোক কলরব’,
মফঃস্বলের
ইস্কুলে, কেউ
জানেনা তবে।

কতদিন আগে?
ভুলে গেছি সব।

আজ আরেকবার
হোক কলরব।

হোক কলরব
তোমাকেই ঘিরে।

ভুলিনি তোমায়
এই অবেলায়
ভোরের আলোয়
সব মনে পড়ে,
আজও মনে পড়ে।


2 comments:

  1. eto porechhi onar kotha tai bujhte parlam kaar kotha bolechhen. misti kobita.

    ReplyDelete
  2. সত্যি আবার যোগাযোগ হবে আমিও ভাবিনি। খুব খুশি হয়েছি।

    ReplyDelete