Friday, December 4, 2015

শুধুই মানুষ

ঈশ্বর হয়োনা তুমি।

সে বড় নিষ্ঠুর।
মানুষের কষ্টে
নীরব থাকে।

ঈশ্বর হয়োনা তুমি।

আর্তনাদে
যে কোনো
উত্তর দেয় না।

ঈশ্বর হয়োনা তুমি।

সাকারে বা নিরাকারে
যে পাথর।

বরং, মানুষ হয়ো -
রাগে অভিমানে।
ভ্রান্তিমাখা একটা
নিপাট মানুষ।

যাকে জড়িয়ে
রাখা যায়
নাড়ির বন্ধনে।
যাকে ভালোবাসা যায়
মাংসে-মজ্জায়।

তেমন ঈশ্বর হয়ো
মানুষের মতো।
অথবা মানুষ হয়ো
শুধুই মানুষ।


2 comments:

  1. একটা লাইন মনে পড়ে গেল শ্রী প্রেমেন্দ্র মিত্রর, "মর্ত্যের মাটি ময়লা বলেই এখানে প্রাণের মেলা।"
    সটান, ভনিতাহীন কাব্যে আপনার আকুতি

    ReplyDelete
  2. ধন্যবাদ কাঞ্চন, ধৈর্য্য ধরে পড়ার জন্য

    ReplyDelete