Tuesday, December 29, 2015

গ্যাস দেবেন ঘনাদা?

ভাবছিলাম, প্রেমেন মিত্তিরের ঘনাদা কই গেলেন? আগে তেল দিতেন, এবার সত্যি সত্যি গ্যাস দিতে তাঁকে ডাকা ছাড়া উপায় নেই। কী ভাগ্যিস কেরানীর সংসার, তাই এখনও ভর্তুকি মিলবে। ওই যে সরকারের মন্ত্রী-আমলারা যাঁদের হিসেবের রোজগার অনেক, বেহিসেবের কথা নাহয় বাদই দিলাম, তাদের যে বাড়ি ফ্রি, গাড়ি ফ্রি, টেলিফোন ফ্রি, ইন্টারনেট পরিষেবা ফ্রি, দেশ-বিদেশ ভ্রমণ থুড়ি কূটনৈতিক যাত্রা ফ্রি...তারা নাহয় ভর্তুকি ফ্রি হলেন। কিন্তু আমরা যারা সারাজীবনে দু-একটা প্লাস্টিকের থালা-বাটি ছাড়া কিচ্ছু ফ্রি পাইনা এবং ওটাও আসলে ফ্রি নয়, মূল জিনিসটার দাম বাড়িয়ে ধরা, তাদের কাছে রান্নার গ্যাস অধরা হলে ভারী মুশকিল। আমাদের তো গ্যাস ব্যবহার কমালে ইলেকট্রিকের বিল বেড়ে যায়। সেই যে ছোটবেলায় বাড়িতে কিছু না থাকলে মা খুব রেগে গেলে বলত, আমি কি হাত-পা পুড়িয়ে রান্না করব? সেই ‘অচ্ছে দিন’ এবার সত্যি সত্যি আসছে।

No comments:

Post a Comment