ফাইব্রোমায়ালজিয়ার
ব্যথা কমানোর জন্য সিজিএইচএস এর ডাক্তারবাবু আমাকে রোজ একটা করে অ্যান্টি
অক্সিডান্ট ওষুধ, পাঁচ-ছটা করে
কিসমিস খেতে আর শ্বাসের ব্যায়াম করতে বলেছেন। এই অবধি ব্যাপারটা ঠিকই লাগছিল।
তারপর বললেন, ব্যায়ামটা রোজ ২০০০ বার করে করতে।
দেড় মাসের মধ্যেই অবশ্য ফল পেতে চান। আজ বার দশেক করার পর ভাবছিলাম, এর চেয়ে বোধহয় অতীতে গিয়ে সস্তায় লোহা কিনে আনার জন্য
বিরিঞ্চিবাবার প্রস্তাবটা ভালো ছিল। ডাক্তারবাবুর বিরুদ্ধে আমার কিচ্ছু বলার নেই, উনি সত্যিই খুব ভালো ডাক্তার। কিন্তু ওই আর কী, বাবা সত্য, আমার কপালটাই
খারাপ।
No comments:
Post a Comment