দুঃখের
কোনো উচ্চতা হয় কি? বা, পরিমাপ?
কতটা
লম্বা অথবা চওড়া, ওজনে ঠিক কত?
গভীরতা
কত ফ্যাদম? দামী না সস্তা?
দুঃখের
কোনো নাম আছে কি?
তোমার-আমার
মতো ভালো অথবা ডাক নামে
চিনে
নেওয়া যাবে তাকে কোনোদিনও?
আর ঠিক
এইজন্যই দুঃখকে আজকাল
একদম
পাত্তা দিইনা। এমন কী নাম-পরিচয়,
আকার-আয়তন
হীন বিষম দুঃখদেরও।
No comments:
Post a Comment