Sunday, September 6, 2015

আগামী

সমুদ্রের বালিতে মুখ গুঁজে
যে শিশুর দেহটি পড়ে থাকে
তার পা ধুয়ে দেয় সাগরের জল
আর মাথার কাছে সূর্য নাম লিখে দিয়ে যায় - 'ভবিষ্যত'

যে আগামী ছিল সে অতীত হয়ে গেছে,
যা ভবিষ্যত ছিল, পুরাতনের গর্ভে মৃত্যু হয়েছে তার।

বর্তমানেরা যুদ্ধ করে যাচ্ছে।
বর্তমানেরা খুঁজে যাচ্ছে গৃহ, দেশ, ভালোবাসা, বিশ্বাস।

সমুদ্র শুধু বালিতে রক্ত আর আশার দাগ ধুয়ে দিয়ে যায়।
আর সূর্য অস্ত যায় পশ্চিমাকাশে।

2 comments:

  1. এত সব সহ্য হয়ে গেছে তবু এই ঘাটনাটা কাজের ফাঁকে যখনই মনে পড়ছে, মনটা খুব ভারি হয়ে যাচ্ছে।

    ReplyDelete
  2. ঠিক। আমরা তো গালফ ওয়ার লাইভ টিভিতে দেখে বড় হওয়া পাব্লিক। তোমরা যদিও তখন ছোট ছিলে আরও। তবু কোথায় যেন খচখচ করে এখনো। ওইটুকুই মনে হয় বেঁচে আছি।

    ReplyDelete