Tuesday, September 15, 2015

আমরা কী পরব, কী করব তা নিজেরাই ভাবতে পারি

মেয়েরা কী পরবে, কী করবে, না করবে তা নিয়ে সবচেয়ে বেশি মাথাব্যথা মৌলবাদী নেতাদের, সে হিন্দুই হোক আর মুসলিম। আসলে পুরুষেরা জানে যে মেয়েরা তাদের সমকক্ষ নয়, বরং সুযোগ পেলে অনেককিছুতেই তাদের থেকে উৎকৃষ্ট। তাই তাকে কাপড়ে কিম্বা সংসারে মুড়ে চাপা দিয়ে রাখতে চায় যখন নিজেদের সুবিধা আবার নিজেদের ইচ্ছাপূরণের জন্য স্বল্প পোশাকে দেখতে চায়।

তোরা তোদের মতো থাকনা, আমরা মাথা ঘামাচ্ছি নাকি? আমাদেরও আমাদের মতো থাকতে দে। মেয়েদের ধর্ষণ এড়াতে যারা বোরখা পরানোর পক্ষপাতী তাদের উচিত নিজে্দের মানসিক চিকিৎসা করানোর। কারণ ধর্ষণের ইচ্ছা জন্ম নিয়েছে তাদের মনের মধ্যে। এই ধরণের মানসিকতাকে ঘৃণা করা উচিত প্রত্যেকটা মেয়ের।

পুরুষ চিরকাল তার পছন্দের আদলে মেয়েদের দেখতে চায়, অথচ আমরা তো মানুষ, কাদামাটির তাল তো নই। পুরুষের সবচেয়ে বড় হাতিয়ার ধর্ম আর সমাজ। এই দুটো সবার আগে মেয়েদের বাদ দিতে হবে। নাহলে কিছুতেই চাপ কমানো যাবে না।

নারীশিক্ষা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। আমি তো বেশ চিন্তিতই। শিক্ষা মানুষের এবং মেয়ে মানুষের সবচেয়ে বড় হাতিয়ার।

No comments:

Post a Comment