Wednesday, September 9, 2015

কেন চেয়ে আছ গো মা মুখপানে?

সাক্ষর এবং শিক্ষিতের মধ্যে বিস্তর তফাত। আগে যাঁরা রাজনীতি করতেন তাঁদের অধিকাংশই ছিলেন শিক্ষিত মানুষ। আর এখন যদিবা সাক্ষর হন, শিক্ষিত কোনোমতেই নন। রাজ্য-জাতীয় সর্বস্তরের চিত্র এটাই। পরস্পরের প্রতি নোংরামো আর কাদা ছোঁড়াছুঁড়ি দল-মত নির্বিশেষে। আর সকলেরই একটা খুব বাজে অভ্যেস তারমধ্যে সাধারণ মানুষকে টেনে আনা। যেন তাদের কথা ভেবে কারোর চোখে ঘুম নেই, পেটের ভাত হজম হচ্ছে না। অথচ প্রত্যেকেরই আসল উদ্দেশ্য ক্ষমতা দখল, বাজার দখল।

অথচ এই সাধারণ মানুষই আমার দেশ।

আজও ঋত্বিকের সেই চেহারাটা মনে পড়ে আর দেবব্রতর কন্ঠ - কেন চেয়ে আছ গো মা, মুখপানে? ওরা চাহে না তোমায় চাহে না যে আপন মায়েরে নাহি জানে...।

সর্বস্তরের রাজনীতিতে প্রকৃত শিক্ষিতের সংখ্যা না বাড়লে কোনো পরিবর্তনেই কিছু হবে না।

যেটা ভাবার তা হল, প্রকৃত শিক্ষিতের সংখ্যা কমছে না তাঁরা রাজনীতি বিমুখ হচ্ছেন?

No comments:

Post a Comment