Monday, September 28, 2015

স্বপ্নের ফেরিওলা

এদিকে তো রাজকন্যা গুলিসুতো খেয়ে ফেললো থুড়ি ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেলো। ভাত-ডাল, নিদেনপক্ষে জলও জুটবে না, ওদিকে আন্তর্জালে দেশ ছাইল। মন্ত্রীমশাই বিদেশে গিয়ে এমন ভেল্কী দেখাচ্ছেন, সত্যি এযাবত কেউ স্বপ্নেও ভাবেনি। ওই যাহ্‌, স্বপ্নের কথা বলতেই মনে পড়ে গেল, কেষ্টপুরে মেয়েকে নিয়ে বাসের জন্যে দাঁড়িয়ে আছি আর মাইকে দিদির স্বপ্ন বাজছে। দিদি স্বপ্ন দেখছেন আর দেখাচ্ছেন - আগামী বর্ষায় আর ভেনিস নয়, কলকাতা লন্ডন হচ্ছেই হচ্ছে। শুধুই স্বপ্ন দেখে যেতে হবে্‌...। যেত্তেই হবে...। ধুত্তোর মাথার মধ্যে কেমন ক্রমশঃ চিড়বিড় করাটা বাড়ছিল, এমনিতেই শরীরটা জুতে না থাকলে মাথা একটুতেই গরম হয়, তারমধ্যে একদিনে এত ওভারডোজ!

ভাগ্যিস বাসটা এসে গেল। বক্তার গলা টিপে দিতে ইচ্ছে করছে সেই মুহূর্তে চেঁচিয়ে মেয়েকে বলছিলাম।


যাকগে, এ যাত্রা বেঁচে গেল। ফের যদি স্বপ্ন স্বপ্ন বলবি তো তোর একদিন কী আমার একদিন এই না বলে...

No comments:

Post a Comment