Thursday, January 21, 2016

সিগারেটটা ধরাতে চাই একবার

সাম্রাজ্যবাদ, ধর্ম এমনকী  ভালোবাসা -
মাঝে মাঝে সবকিছুকেই সিগারেটের মতো
ফুঁকে দিতে ইচ্ছে করে আমার -একেবারে জ্বালিয়ে দিতে।
খুব বিরক্ত হয়ে উঠলে আধখানা মনখারাপকে
দুমড়ে-মুচড়ে গুঁজে দিতে পারি অ্যাসট্রেটে,
অথবা ছুঁড়ে ফেলে দিতে পারি মাটিতেও।
তারপর পা দিয়ে চেপে নাহয় নিভিয়েই দেব।
নাহলে একটু একটু করে পোড়াব সবকিছুকেই আর
ধোঁয়ার বাহারি রিঙ বানিয়ে বাতাসে বিষ মিশিয়ে দিয়ে যাব।
অশ্রু, ঘাম সব ছাই হয়ে ঝরে পড়বে। উড়বে বিষাদকণা।
সবশেষে হাতে রয়ে যাবে হৃদয় অথবা না পাওয়ার শেষ টুকরোটুকু।


No comments:

Post a Comment