হেমন্তে এখানের পাহাড়ে
লাল-হলুদ-সবুজ গাছেরা
সেজে ওঠে পাতার ঝালরে।
শীত শেষে সেই সব পাতা
ঝরে, ঝরে যায়। সব রঙ
ঝরে গেলে একান্তে গুল্মেরা
বরফের শ্বেত ঘুমে একা একা
দীর্ঘকাল ঘুমিয়ে থাকে,
একা একা অপেক্ষা করে
কোনো আগামী হেমন্তের -
আবারও রঙিন হবে বলে।
প্রথম দর্শনেই প্রেমে পড়েছিলাম, আর বোধহয় দ্বিতীয়বার তাকে দেখার সুযোগ এ জীবনে হবে না। তবু যদি আবার কখনও সেখানে যাও, তাকে জানিও যে আমি তাকে ভুলিনি, তার সান্নিধ্য আবার পেতে চাই, এ জীবনে না হলেও পরের জন্মে দেখা হবেই।
ReplyDeleteআপনারা বরফ দেখেছেন, রঙিন লাদাখের রূপ আরেক। আমার আবার বরফে মোড়া লাদাখ দেখার ইচ্ছে রয়ে গেছে, মানে সিজনে যাওয়ার। দেখা যাক তারজন্য অনেকদিন বেঁচেবর্তে থাকতে হবে, যা খরচ...
ReplyDelete