Wednesday, January 20, 2016

ধরাবাঁধা

একটা সে যে টুকরো মানুষ
আবর্জনা ভাঙা-চোরা
যতই তুমি আস্তটা চাও
সহজ কভু নয় গো গড়া।
মানুষটাই যে ভাঙাচোরা।

টুকরোগুলো কুড়িয়ে নিয়ে
স্নেহ কিম্বা ভালোবাসায়
জুড়তে জুড়তে দু-একটা ফের
খুলে গিয়ে কেবল হারায়।
মানুষটাই যে গড়া শুধু টুকরোটাকরায়।

যতই তাদের খুঁজে আনো -
সহজ কী আর সেসব বাঁধা?
আধা কেবল জুড়তে পার,
ছড়িয়ে রবেই বাকি আধা।
মানুষটাই নয় যে তো সেই ধরাবাঁধা।


No comments:

Post a Comment