Tuesday, January 12, 2016

একতারাতে একটি যে তার

বুকের ভিতর এক শূন্য থাকে
কেউবা তাকে বন্ধু ডাকে
কেউবা বলে এতো সেইজনা।

আমি তার ভেতরে আপনা খুঁজি
খুঁজতে গিয়ে আপনি বুঝি
সে আর আমি একজনা।

সাঁই, সে আর আমি একজনা।

যে যেভাবে দেখে রে তায়
তেমনি তারে পায় বা না পায়
পেতে চাইলে আপনা ভোলো,
তবে দেখবে সে রয়েছে সবখানা।
সে তোমার শূন্য না পূর্ণ হবে
জানে তোমার ছয়জনা।

ক্ষেপী বলে,সব ভুলে প্রেমে ডুব দিয়ে দেখো
সে আর তুমি একজনা,


সাঁই, সে আর তুমি একজনা।

No comments:

Post a Comment