মাঝে মাঝে কিছু অদ্ভুত শব্দমালা
ঢেকে দেয় আমার বেদনার শাখাপ্রশাখা,
তোমরা তাকে কবিতা নাম দাও হয়ত।
আমি বারান্দায় দাঁড়িয়ে ডাক দিই - বন্ধু, ছেলেবেলা...।
যার সামনে হাত পেতে দাঁড়িয়ে বত্রিশ বছর।
অথচ মুখোমুখি কেউ কথা বলিনি আজও।
খুব বৃষ্টিতে অথবা শীতের বিষণ্ণবেলায় জেগে ওঠে
ফটোফ্রেমে আটকানো সেই সরল ঠোঁটের বাঁকটুকু।
No comments:
Post a Comment