মাঝে মাঝে মনে হয়,
চুপ করে থাকারই এ সময়।
অথবা একেবারে না-থাকার মতো।
তবু কথা বলি, বলে যাই,
বৃথা জেনেও তুলি কন্ঠস্বর।
নিরর্থক শব্দ ব্যয়, জানি পন্ডশ্রম।
অথচ কলমে আঁচড় কেটে লিখি
অবিরাম, এখনও অকারণ।
ভুল করে ভালোবেসে ফেলি
মানুষেরেই - নদী বা গাছেদের মতো,
পাহাড় অথবা সাগর খুঁজে ফিরি
তাহাদেরই ভিড়ে। অথচ সে একেবারে মৃত।
No comments:
Post a Comment