Wednesday, January 6, 2016

মস্তিষ্ক প্রক্ষালণ

সবাই যখন মৃত জওয়ানদের সেলাম জানাচ্ছেন, আমি ভাবছি, যদি ভারতবর্ষ ভাগ না হত কত মায়ের চোখের জল মুছতে হত না, কত নারী স্বামী বা প্রিয় মানুষকে হারাত না, কত সন্তান পিতৃহীন হতনা।

রাজায় রাজায় যুদ্ধ না হলে অনেক উলুখাগড়ার প্রাণ বাঁচে।

রাষ্ট্র যুদ্ধকে যতই দেশপ্রেমের তকমা দিক, উলুখাগড়াকে যতই মহান বানিয়ে তুলুক, আসলে যুদ্ধের নামে, সন্ত্রাসের নামে উভয়পক্ষের কিছু সাধারণ মানুষ, যাদের চাকরি হল সৈন্যবাহিনিতে কাজ করা, তেমন কিছু মানুষ মারা যান।

রাষ্ট্র আমাদেরও মস্তিষ্ক প্রক্ষালণ করে বলে আমরাও তাঁদের মানুষ না ভেবে মহান বানাই

ওদিকে ক্ষমতালোভী কিছু মানুষ অন্য মানুষের মস্তিষ্ক প্রক্ষালণ করে ধর্মযোদ্ধা থুড়ি সন্ত্রাসবাদী বানাচ্ছে।


আরে বাবা মানুষ মরছে রে। সে যে নামে, যে দেশেই মরুক।

No comments:

Post a Comment