Monday, January 11, 2016

গীতবিতান

দিনরাত্তির অসুখ-বিসুখ বেদনা ভীষণ -
মাথার কাছে দেবব্রত জাগেন সারাক্ষণ।
বুকে যখন মনখারাপের টান –
সুচিত্রা গেয়ে ওঠেন ভূবনজোড়া গান।

খুশি হলেই দুহাত বাড়াই -
নতুন করে পাব বলে ভালোবাসার জন,
ছেলেবেলার ওপার থেকে মায়ের গলায় ভেসে আসে -
আকাশভরা সূর্য তারা, বিশ্বভরা প্রাণ।

আবার যখন রেগে উঠি, সমস্ত খানখান –
সুরের জাদু শান্ত করে - চেনা গীতবিতান।
কষ্ট প্রহর, একটানা রাত, আমার আজীবন –
দুঃখে-সুখে রবি ঠাকুর সঙ্গে হেঁটে যান।

No comments:

Post a Comment