কবিতা লিখতে আসলে
স্রেফ কব্জির জোর দরকার।
ওসব ভাবটাব সকলের থাকে।
পৃথিবীটাকেই কামড়ে খাওয়ার
অথবা তোমাকে, সে কেবল কোনো
এক কবিই পারে - এক মুঠো ধুলো নিয়ে
সোনা করে দিতে বিনা জাদুতেই।
আগ্নেয়গিরির শিখরে প্রেম নিবেদন
যারতার কম্ম নয়, কবিরাই পারে বারবার।
বেজম্মা মানুষের ওপর খুব রেগে গিয়ে,
ধুস্ শালা, আর লিখব না –
কবিরাই শুধু আমৃত্যু এই জেদ রেখে যায়।
No comments:
Post a Comment