যতই চেষ্টা কর অথবা একেবারে না ভেবেও
আসলে তুমি কিছুই করতে পারনা কারোর জন্যই।
আয়নার সামনে দাঁড়িয়ে দেখ, ভিখারি অথবা
স্বার্থপর ছাড়া কোনো মুখ দেখতে পাবে না।
ভালোবাসতে না পারলে কে আর কবে
ঈশ্বর হয়েছে বল? আর সত্যিকারের ভালোবাসা?
সেও ধর, খুব সহজ কাজ নয়, সবাই ঠিক পারে না।
মানুষ হওয়া তো অনেক পরের কথা।
এইসবকিছুর আগে আয়নায় নিজের মুখোমুখি হও।
আমার তো কেবল সেই চেষ্টাতেই একটা জীবন বৃথা কেটে যাচ্ছে।
No comments:
Post a Comment