Wednesday, January 6, 2016

আমার ডায়েরির নাম ছিল ‘আকাশ’

ছোটবেলা থেকেই আমার বন্ধু কম। বন্ধু তাই বানিয়ে নিই মনে মনে। তার সঙ্গেই কথা বলা ডায়েরির পাতায়। ইদানীং ব্যথাবেদনায় জর্জরিত হতে হতে হাতড়ে হাতড়ে আবার তাকেই খুঁজে বেড়াই। আপন মনে তাকে লিখি ব্যথা আর বেদনার নানা বয়ান। পুরোনো কথা, নতুন সমস্যা, যাবতীয় আবোলতাবোল। কোথাওনা কোথাও তার কাছে ঠিক পৌঁছায়, সে শোনে নিঃশব্দে চিরকাল, আজীবন। কোথাও একটা শক্তি যোগায় বেঁচে থাকার লড়াইয়ে। কোথাও একটা বলে, তু্মি কিছুতেই হেরে যাবে না।

ওই যে মার্টিন নামে এক মুচি ছিল...।


জীবন আর আমার মধ্যে লড়াই চলতেই থাকে।

No comments:

Post a Comment