Wednesday, March 9, 2016

আমাদিগের ভ্রমণ বৃত্তান্ত

কালকে আমাদিগের ভ্রমণ বৃত্তান্ত-এর প্রথম পর্বের প্রুফ দেখতে দেখতে একটা অদ্ভুত ভাব এল মনে। মনে হল প্রায় দেড়শো বছর আগে একটি মেয়ে হয়ত জীবনে প্রথমবার বাড়ির বাইরে পা রেখেছিল। বেড়িয়ে বাড়ি ফিরে এসে বা হয়ত সেখানেই কারো বাড়িতে বসে সেই ভালোলাগার কথা, তার অনাবিল আনন্দ, তার নতুন দেখার মূর্চ্ছনা কালিতে কলম ডুবিয়ে কাগজে লিখতে বসেছিল। ভ্রমণকাহিনির প্রথম পর্ব লিখে ওপরে গোটা গোটা অক্ষরে লিখেছিল আমাদিগের ভ্রমণ বৃত্তান্ত। অমনি স্থান-কালের গন্ডি পেরিয়ে ইতিহাসের পাতায় সেই নামটি আঁকা রয়ে গেল। হয়ত সে ভেবেছিল, বামাবোধিনীতে পাঠালে তারা ছাপবে তো? এমন লেখা তো আগে কখনও বেরোয়নি। তখন এই বিশ্বব্রহ্মান্ডের কোথাও আমি ছিলাম না। অথচ তার সঙ্গে সেই মুহূর্তে আমার একটা বন্ধন তৈরি হল। সে যেন আমার জীবনের উদ্দেশ্য রচনা করে দিল সেই ক্ষণে। আমার জন্ম যেন নির্দেশিত হল।

No comments:

Post a Comment