Friday, March 11, 2016

প্রাচীনপন্থী!

আমি ঊনবিংশ শতক নিয়ে থাকি। তাই এক হিসেবে বেশ শান্তিতে থাকি। তখন সত্যিকারের বিদ্বতজন ছিলেন। আদর্শ ছিল। বুদ্ধিটা কখনওই জীবিকা ছিল না। বিক্রি হওয়ার তো কোনও প্রশ্নই ওঠে না। যাঁরা লেখালেখি করতেন এমন মহিলারাও অধিকাংশই ছিলেন সংস্কারমুক্ত। তেমনি ক্ষুরধার ছিল লেখনি। সরলাদেবীর মতো যেসব মেয়েরা গান লিখতেন, সুর দিতেন, তাঁরা গান বিক্রি করার কথা কল্পনাই করতে পারতেন না মনে হয়।


মাঝে মাঝে একবিংশে ফিরি। তারপর ধরণী দ্বিধা হও বলে আবার ফিরে যাই সেই ঊনবিংশেই।

No comments:

Post a Comment